BN/731026b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কামাম ববর্ষ পরজন্যঃ। সুতরাং যদি ঠিক থাকে ভাবে বৃষ্টি পাত হয়, তাহলে জীবনের সব চাহিদা মেটানো যাবে। এবং গাভীরা খুশি ছিল তাই তাদের স্তনের দুধ দিয়ে ফসলের জমি ভিজিয়ে দিতো। এত দুধ দিতো তারা। তা এই ব্যবস্থা করতে হবে কি করে অনেক দুধ এবং খাদ্য শস্য উৎপাদন করা যায়। তাহলে সারা বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। কিন্তু বেশি দুধের ব্যবস্থা না করে, এরা গাভীদের হত্যা করছে, নিরীহ প্রাণীদের। তো মানুষেরা রাক্ষস, অসভ্য হয়ে গেছে, সুতরাং কষ্ট পেতেই হবে। কোন উপায় নেই।"

৭৩১০২৬ - প্রস্থান - বোম্বে