BN/731028 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণভাবনামৃত ছাড়া সবাই কষ্ট পাচ্ছে। তার মানে কৃষ্ণভাবনামৃত প্রচার করা হচ্ছে সবচাইতে বর মানবিকতার কাজ, সমাজ সেবা। সুতরাং এটা ভারতীয়দের কর্তব্য। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো যার। ভারতভূমিতে যারা জন্মগ্রহণ করেছে, তাদের নিজেদের কৃষ্ণভাবনাময় হয়ে বিশ্বব্যাপী কৃষ্ণভাবনামৃত প্রচার করে জীবন সার্থক করার দায়িত্ব আছে। এটা তাদের দায়িত্ব। কিন্তু তারা তা করছেনা। কোনরকমে আমি এই মার্কিন আর ইউরোপিয়ান ছেলেদের জোগাড় করেছি। এরা এই আন্দোলনে সাহায্য করছে।"

৭৩১০২৮ - প্রবচন ভগবদ্গীতা ১৫ .০১ - বৃন্দাবন