BN/731215 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন নির্বাচনের দিন। যেকোন মূর্খ, সে যেকোন ভাবে ভোট পেলে, তাহলে একটা ভালো পদে উন্নীত হবে। শ্রীমভাগবতেও তাই লেখা আছে, এই কলি যুগে কোন বিচার করা হবেনা যে কে রাজার আসনে বা রাষ্ট্রপতির আসনে বসবে। যেকোন ভাবে, সে সেই পদ হাসিল করবেই। তাই জন্য লোকে এতো কষ্ট পাচ্ছে। এরম নয়.... এখন গনত্রন্ত্রের দিনে, জনগণের তৈরী সরকার, জনগণের জন্য সরকার। তা যদি জনগণের তৈরী সরকার হয়, হ্যা, তাহলে তুমি নিজের প্রতিনিধি নির্বাচন করবে। যদি তুমি বোকা হও, তুমি বোকাকে নির্বাচিত করবে।"

৭৩১২১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.১৫.৩৭- লস্‌ এঞ্জেলেস্‌