BN/731219 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পার, তাহলে তুমি তোমার বাক্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তিনটি বিষয় রয়েছে - কায়, মন ও বাক্য। আমাদের দেহ আছে, আমাদের মন দেয়া হয়েছে এবং আমাদেরকে কথাও বলতে হয়। কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সারাদিনরাত আজেবাজে কথা বলতে পারেন, আবার আপনি শ্রীকৃষ্ণের কথা বা কৃষ্ণনাম জপ করতে পারেন। একই কথা, শব্দতরঙ্গ। যদি আপনি আজেবাজে কথা বলেন, তাহলে আপনি নরকে যাবেন। আর যদি আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কে বলেন বা তাঁর নাম কীর্তন করেন, তাহলে আপনি ভগবানের কাছে আপনার নিজ আলয়ে ফিরে যাবেন। তাহলে দেখুন, এই কথা বলার ব্যাপারটা কতটাই গুরুত্বপূর্ণ।"
৭৩১২১৯ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/১৫/৪১ - লস্‌ এঞ্জেলেস্‌