BN/740102b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ইহা। ইহা মানে 'বাসনা'। যস্য, কারোর বাসনা। সে সর্বদা চিন্তা করছে কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করা যায়। সেই ধরণের ব্যক্তি, তিনি পরিকল্পনা করছেন কিভাবে সারা বিশ্বের সমস্ত উপকরণ দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করা যায়। ইহার্যস্য হরের্দাস্যে। তার প্রধান লক্ষ্য হচ্ছে কি করে শ্রীকৃষ্ণের সেবা করা যায়। কর্মণা মনসা বাচা। একজন ব্যক্তি শ্রীকৃষ্ণকে তার কার্যের দ্বারা সেবা করতে পারেন, কর্মণা; মনের দ্বারা অর্থাৎ এটি চিন্তা করার দ্বারা যে কি ভাবে আরও ভাল করে শ্রীকৃষ্ণের জন্য কাজটি করা যায়। মনেরও দরকার রয়েছে। কর্মণা মনসা বাচা। এবং বাক্যের দ্বারা। কি ভাবে? প্রচার করে। সেই রকম ব্যক্তি, নিখিলাস্ব্যপবস্থাসু, জীবনের যে কোন অবস্থায়... তিনি বৃন্দাবনে থাকতে পারেন, অথবা তিনি নরকেও থাকতে পারেন। তার শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনও কিছুই করার নেই। জীবন্মুক্তঃ স উচ্যতেঃ তিনি সর্বদাই মুক্ত। সেটিই প্রয়োজন।"
৭৪০১০২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/১৬/০৫ - লস্‌ এঞ্জেলেস্‌