BN/740112 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তোমরা হয়তো আলেকজান্ডার দ্যা গ্রেট আর চোরের কাহিনীটি জানো। আলেকজান্ডার দ্যা গ্রেট সেই চোরটিকে গ্রেপ্তার করে তাকে শাস্তি দিতে যাচ্ছিল। সেই সময় চোরটি অনুনয় করে বলল, 'মহাশয়, আপনি আমাকে শাস্তি দিতে চাইছেন, কিন্তু আপনার আর আমার মাঝখানে পার্থক্যটি কি? আমি একটি ছিঁচকে চোর আর আপনি একজন মহাচোর। ব্যাস্‌।' (হাস্য) 'আপনি জোর করে অন্যের রাজ্য দখল করছেন এবং আপনার সেই কাজ করার কোনও অধিকার নেই। কারণ যেহেতু আপনি শক্তিশালী বা যে কোন ভাবেই হোক আপনি সেই সুযোগ পেয়েছেন এবং আপনি দেশের পর দেশ, দেশের পর দেশ জয় করে নিচ্ছেন...আমিও একই কাজ করছি। তাহলে আপনার আর আমার মাঝে পার্থক্য কি?' তখন আলেকজান্ডার বিবেচনা করে দেখলেন, 'হ্যাঁ, আমি একটা বড় চোর ছাড়া কিছুই না, ব্যাস্‌।' তখন তিনি তাকে মুক্ত করে দিলেন, 'হ্যাঁ, আমি তোমার চেয়ে উন্নত কেউ নই'।"
৭৪০১১২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/১৬/১৭ - লস্‌ এঞ্জেলেস্‌