BN/740113 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রকৃত ধর্মের নীতি এই যুগে হারিয়ে গিয়েছে এবং ধর্মপরায়ণ হওয়া ছাড়া কোন মানব সমাজ হতে পারে না; এটি একটি পশুর সমাজ। সেটিই হচ্ছে পশু ও মানুষের মধ্যে পার্থক্য। কুকুর বেড়ালের কোন গির্জা নেই, ওদের কোনও মন্দির নেই, ওদের কোনও মসজিদ নেই। ওরা নগ্ন হয়ে রাস্তায় ঘুরছে আর রাস্তাতেই যৌনসঙ্গ করে বেড়াচ্ছে। কোনও নিয়মকানুন নেই - যাচ্ছেতাই ভাবে জীবন ধারণ কর আর যাচ্ছেতাই করে বেড়াও। সেটি হচ্ছে পশুর জীবন, পশু। ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। যদি ধর্মীয় নিয়মনীতিকে গ্রহণ করা না হয়, তাহলে মানব সমাজে শুন্যতা থেকেই যাবে, 'নরকায়ৈব কল্পতে'। এটি তখন নরকে পরিণত হয়।"
৭৪০১১৩ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/১৬/১৮ - লস্‌ এঞ্জেলেস্‌