BN/740602b প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জেনেভা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ধর, আমি এখন সুইজারল্যান্ড-এ এসেছি। আমি যদি এখানে এক মাস থেকে দাবী করি, ‘ওহ্‌, এটি আমার’, তাহলে এটি কি হল? একইভাবে, আমি যেমন অতিথি হিসেবে এসেছি। প্রত্যেকেই তার মাতৃগর্ভে অতিথি হিসেবেই আসে আর এখানে এসে বছর পঞ্চাশেক থাকে। সে তখন দাবী করে, ‘এটা আমার’, কখন...কখন...এটা কখন তোমার হল? তোমার জন্মের বহু বহু বছর পূর্ব থেকেই এই জায়গাটা এখানেই ছিল। এটা কিভাবে তোমার হল? কিন্তু তাদের কোন কাণ্ডজ্ঞানই নেই। ‘এটা আমার’। ‘যুদ্ধ’। ‘আমার দেশ’। ‘আমার জাতি’। ‘আমার পরিবার’। ‘আমার সমাজ’। এইভাবে কেবল বৃথা সময় নষ্ট করে যাচ্ছে।"
৭৪০৬০২ - প্রাতঃ ভ্রমণ - জেনেভা