BN/740603 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জেনেভা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন, তাঁর পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় দশ মিলিয়ন। এই হচ্ছেন শ্রীকৃষ্ণ। সবকিছুই চমৎকার। তিনি ১৬,১০৮ জন রমণীকে বিবাহ করেছিলেন। প্রত্যেক স্ত্রীর ঘরে দশ জন করে সন্তান ছিল এবং প্রত্যেক সন্তানের ঘরে আবার আরো দশ জন করে সন্তান ছিল। এইভাবে যদুকুল একটি বিশাল পরিবারে পরিণত হয়। তবে তারাও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কেন যদুবংশ শ্রীকৃষ্ণের পরিকল্পনায় ধ্বংস হয়েছিল, এই বিষয়টির উপর দুটো মন্তব্য রয়েছে। একটি হচ্ছে যে যদি তারা একনাগারে বেঁচে থাকত তখন সেই একই ভ্রান্ত ধারণা যে ব্রাহ্মণের ঘরেই ব্রাহ্মণ জন্ম গ্রহণ করে, তখন তারাও বলতে থাকত যে,"আমরাও ভগবান, যেহেতু আমরা ভগবানের পরিবারে জন্মগ্রহণ করেছি, শ্রীকৃষ্ণের পরিবারে।"
৭৪০৬০৩ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০১.১৩.১২ - জেনেভা