BN/741216 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ কোন না কোনও রূপে সমগ্র বিশ্বেই বিরাজমান। কোন এক ব্রহ্মাণ্ডে তুমি দেখবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছেন, জন্মাষ্টমী। কোন ব্রহ্মাণ্ডে তুমি দেখবে শ্রীকৃষ্ণ তাঁর গোপসখাদের সঙ্গে খেলা করছে। এইভাবে অন্য কোথাও অন্য কিছু একটা...। তাই একে বলা হয় নিত্য লীলা। নিত্যলীলা মানে এই জন্মাষ্টমী লীলা নিত্যরূপে কোথাও না কোথাও চলছে। তাই একে বলা হয় লীলয়া, যদৃচ্ছয়া।"
৭৪১২১৬ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/০৪ - বোম্বে