BN/741230 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কোন রকম প্রচেষ্টা ছাড়াই যেমন দুঃখ আমার নিকট আসছে, ঠিক একইভাবে আমার ভাগ্য অনুযায়ী... ভাগ্য মানে হচ্ছে আমরা কিছুটা দুঃখভোগ করি আর কিছুটা সুখভোগ করি। আসলে, কোন সুখই নেই। কিন্তু আমরা একে সুখ বলে মনে করি। অস্তিত্বের সংগ্রাম আর দুঃখ-হ্রাস করার সংগ্রাম করাকেই আমরা সুখ বলে ভাবি। প্রকৃত অর্থে, এই জড় জগতে কোনই সুখ নেই। যাই হোক, এমন কি সুখ ও দুঃখ বলতে যেই দুটি আপাত বস্তু রয়েছে, এর একটি যদি কোন প্রচেষ্টা ছাড়াই আসতে পারে, তাহলে অন্যটিও বিনা প্রচেষ্টাতেই আসবে।"
৭৪১২৩০ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/২১ - বোম্বে