BN/750106 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চিকিৎসাবিজ্ঞান বিভিন্ন কোষ সম্পর্কে গবেষণার চেষ্টা করছে। কিন্তু এই কোষগুলি কোথা থেকে সক্রিয় হচ্ছে? সেটি হচ্ছে প্রকৃতির প্রভাবে বা পরিচালনায়। প্রকৃতেঃ ক্রিয়মানানি। (ভগবদগীতা ৩/২৭)। আর প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে পরিচালিত হচ্ছে। ময়াধ্যক্ষেণ প্রক্রিতিঃ (ভগবদগীতা ৯/১০)। সুতরাং, চরমে, সবকিছুই পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। কিন্তু তা কিভাবে চলছে তা আমরা ব্যাখ্যা করতে পারি না। আমাদের জ্ঞান অতি সীমিত। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে, অনর্থক জল্পনা-কল্পনা করার চেষ্টা কোর না। কেন না, তোমরা অপরিপূর্ণ। কিন্তু সবকিছু এই নিয়মেই ঘটে চলেছে। তা বোঝার চেষ্টা কর।"
৭৫০১০৬ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/২৯ - বোম্বে