BN/750108 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা জানি না জীবনের লক্ষ্য কি। শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু। তাই তিনি অবতীর্ণ হন। সবচাইতে অধঃপতিত এই কলিযুগের শুরুর ঠিক আগেই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং আমাদের জন্য ভগবদগীতা রেখে গিয়েছেন। আর তাঁর পর... তাঁর অন্তর্ধানের পর... শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, 'এই ধরাধাম থেকে শ্রীকৃষ্ণের নিজালয়ে প্রত্যাবর্তনের পর ধর্ম ও জ্ঞানের নীতিসমূহ কোথায় রাখা ছিল?' উত্তরটি হচ্ছে, সেটি শ্রীমদ্ভাগবতে রাখা হয়েছিল'।"
৭৫০১০৮ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/৩১ - বোম্বে