BN/750114 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"(তাঁর) নিত্য রূপটি হচ্ছে বেণুং ক্বণন্তম্‌ (ব্রহ্মসংহিতা ৫/৩০)। শ্রীকৃষ্ণ সর্বদাই তাঁর মুরলী বাদন করছেন। সেটিই তাঁর নিত্য রূপ। তাঁর নিত্য লীলা এবং নিত্য রূপটি শ্রীবৃন্দাবনে বিরাজমান। তিনি বৃন্দাবন পরিত্যাগ করে স্বয়ং কোথাও যান না। পদমেকং ন গচ্ছতি (লঘুভাগবতামৃত ১/৫/৪৬১)। তিনি সর্বদাই বৃন্দাবনে থাকেন, কিন্তু একই সঙ্গে তিনি সর্বত্র বিরাজমান।"
৭৫০১১৪ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/৩৯ - বোম্বে