BN/750125 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হংকং

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা আমাদের জীবনের বিভিন্ন রূপ এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তন করছি, কিন্তু যদি আমরা ভগবানকে বুঝতে চাই... সেইটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যতক্ষণ ভগবানকে বুঝতে না পারি, যতক্ষণ আমরা আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে না যাই, অস্তিত্বের জন্য আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে। মনঃ ষষ্ঠানিন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি (ভগবদগীতা ১৫/৭)। এই সংগ্রাম চলছেই। প্রত্যেকেই সুখী হওয়ার জন্য কঠোর সংগ্রাম করে চলেছে। কিন্তু তা সম্ভব নয়। কেবল সুখের পেছনে ছুটে ছুটে, যখন কাল আসবে, 'সব শেষ। তোমার সব কাজ শেষ। এখন এখান থেক বেরোও।' সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যুও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভগবদগীতাতে বলেছেন, 'মৃত্যু সর্বহরশ্চাহম্‌। (ভগবদগীতা ১০/৩৪)। শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আসেন। তোমার জীবদ্দশাকালে যদি তুমি কৃষ্ণভাবনামৃতকে বোঝার চেষ্টা না কর, তাহলে এই শ্রীকৃষ্ণই তোমার কাছে মৃত্যুরূপে আসবে তোমার যা কিছু আছে তা সব তোমার থেকে ছিনিয়ে নিতে।সর্বহরঃ। তখন তোমার দেহ, তোমার পরিবার, তোমার দেশ, তোমার ব্যাংক, সবকিছু শেষ করে দেবে। 'এখন তোমাকে অন্য দেহে যেতে হবে। এসব এখন ভুলে যাও।' এ রকমটাই ঘটছে।"
৭৫০১২৫ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ৭/১ - হংকং