BN/750128 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টোকিও

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন, এই টোকিও শহরে, যদি এটা শুধুমাত্র জড়বস্তুগুলোর সমষ্টি হতো, তাহলে কিভাবে এই সুসংগঠিত ট্রাফিক নিয়মকানুনগুলো চলছে...... এটা শুধুমাত্র জড়বস্তুর সমষ্টি বিন্যাস নয়...বরং কেউ আছে, সরকার অথবা রাজা অথবা রাষ্ট্রপতি, যে এই বিন্যাসটি নিয়ন্ত্রণ করছে। এটাই সিদ্ধান্ত। এটা হচ্ছে উপমা। তাহলে তোমরা কিভাবে বল যে কোন নিয়ন্ত্রক নেই? তোমাদের যুক্তি কোথায়? কেউ কি কোন যুক্তি দেখাতে পারবে যে এর পিছনে কেউ নেই......অথচ এই রাক্ষসগুলো বলে যে কোন ভগবান নেই, কোন নিয়ন্ত্রক নেই, কিন্তু যুক্তিটা কি? তোমরা কিভাবে এটা বলো? তোমাদের কথার সাদৃশ্য কোথায়? যুক্তি কি যে তোমরা বলছো কোন ভগবান নেই? চল আলোচনা করি। এখানে কেউ কি বলতে পার? হুম?"
৭৫০১২৮ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ১৬।০৮ - টোকিও