BN/750314 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু তেহ্রান
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| "বলতে গেলে আর্য সভ্যতা পৃথিবীর সর্বত্রই বিস্তৃত ছিল। আর্য সভ্যতা ভগবদ্ভাবনার ভিত্তিতে প্রতিষ্ঠিত। সুতরাং আর্যদের মধ্যে ধর্ম সম্বন্ধে কিছু ধারণা রয়েছে, তা সে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ কিংবা বৈদিক ধর্মই হোক না কেন, তা ভগবদ্ ধারণার ভিত্তিতেই প্রতিষ্ঠিত। স্থান ও কাল অনুযায়ী বোঝার উপায়টি হয়তো কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্যটি হচ্ছে ভগবদ্ভাবনা। সেটিই হচ্ছে আর্য সভ্যতা। সুতরাং ভগবান এক, দ্বিতীয় কেউ ভগবান হতে পারে না।" |
| ৭৫০৩১৪ - কথোপকথন B - তেহ্রান |