BN/750331 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, ভক্তা মাম অভিজানাতি (শ্রীমদ্ভাগদ্গীতা ১৮.৫৫)। তুমি যদি শ্রীকৃষ্ণকে জানতে চাও তাহলে কর্ম, জ্ঞান, যোগ যদিও এগুলি তোমাকে কিছু পরিমাণে উন্নত করতে পারে কিন্তু এগুলোর দ্বারা তুমি পরমেশ্বর ভগবানের নিকট পৌঁছাতে পারবেনা। যদি তুমি শ্রীকৃষ্ণকে যথাযথ ভাবে জানতে চাও, তাহলে তোমাকে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, ভক্তা মাম অভিজানতি যাবান্ যশ্চাস্মি তত্ত্বতঃ। আর ভক্তিযোগের এই চরম সিদ্ধি লাভ করার জন্য তোমার শ্রী বলরাম বা সংকর্ষণের নিকট থেকে শক্তির প্রয়োজন।"
৭৫০৩৩১ - প্রবচন চৈ.চ. আদি ০১.০৭ - মায়াপুর