BN/750424 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শুদ্ধ চেতনা হচ্ছে কৃষ্ণভাবনাময় চেতনা। শুদ্ধ চেতনা মানে এটা হৃদয়ঙ্গম করা যে 'আমি শ্রী কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশরূপে তাঁর সাথে খুবই অন্তরঙ্গভাবে সম্পর্কিত।' ঠিক যেমন আমার আঙ্গুল আমার দেহের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যদি আমার আঙ্গুলের মধ্যে একটু ব্যাথা হয় তাহলে আমি খুব উদ্বিগ্ন অনুভব করি। কারণ আমার সাথে আঙ্গুলটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একইভাবে শ্রীকৃষ্ণের সাথে আমাদের প্রগাঢ় সম্পর্ক রয়েছে। কিন্তু যেহেতু আমরা অধঃপতিত হয়েছি, তাই শ্রীকৃষ্ণও কিছু ব্যাথা অনুভব করেছেন। এজন্য তিনি অবতরণ করেনঃ

পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে (শ্রীমদ্ভাগবদ্গীতা ৪.৮)শ্রীকৃষ্ণ ব্যাথা অনুভব করছেন। সেজন্য তোমাদের কৃষ্ণভাবনাময় হওয়া উচিৎ তাহলে শ্রীকৃষ্ণ খুশি হবেন। এটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃত আন্দোলন।"

৭৫০৪২৪ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০১.০৭.০৭ - বৃন্দাবন