BN/750513 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু পার্থ্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সরল জীবন মানে হচ্ছে তুমি তোমার খাদ্য উৎপাদন করবে এবং তোমার বস্ত্র তৈরি করবে যাতে তুমি নিজেকে সুন্দর করে সাজাতে পার এবং নিজেকে মানানসই রাখতে পার আর ভগবানের মহিমা কীর্তন কর। এটি এক ধরণের জীবনযাত্রা। আরেক ধরণের জীবন ধারা হল যে, 'আমরা ভগবানকে গ্রাহ্য করি না। চল আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করি এবং সুখী হই।' কিন্তু এই ধরণের জীবনধারা তোমাকে কখনোই সুখী করতে পারবেনা। তুমি শুধুই সংগ্রাম করে যাবে। এই হলো এক ধরণের জীবন প্রণালী। অন্য ধরণের জীবন প্রণালীটিতে জীবনের প্রকৃত অর্থ হচ্ছে ভগবানকে উপলব্ধি করা। এটি হচ্ছে বেদান্ত দর্শন। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা (বেদান্ত-সূত্র ১.১.১)। বহু বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। তাই এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই বিষয়ে অনুসন্ধান করা যে, 'আমার স্বরূপগত অবস্থান কি? আমি কি এই দেহ নাকি অন্য কিছু?'"
৭৫০৫১৩ - কথোপকথন এ - পার্থ্‌