BN/750517 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু পার্থ্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই পৃথিবীটা সব বদমাশ আর চতুর্থ শ্রেণীর লোকজনে পূর্ণ। সেটিই আমাদের বিচার, ভগবান শ্রীকৃষ্ণের বিচার। যে মানুষ ভগবানকে জানে না, সে একটা কুকুরের চেয়ে কোন অংশে উন্নত নয়। সে একটা কুকুর। কে ভগবানকে জানে? কত কত বিজ্ঞানী, দার্শনিক রয়েছে। ওদের কোন ধারণাই নেই। আর ওরা সবাই যৌন দর্শন, সমকামীতার দর্শন, ফ্রয়েডের দর্শন, ডারউইনের তত্ত্ব এই সব নিয়ে আলোচনা করছে। সব তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর লোকজন, ওরাই নিয়ন্ত্রণ করছে। এখন তারা ক্রমান্বয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতে এসে দাঁড়াচ্ছে, আর কিভাবে ওদের সমস্যাগুলোর সমাধান করা যায় তার জন্য বড় বড় সব আধিকারিকদের নিযুক্ত করছে। ওহ্‌, প্রথমত কেন তোমরা সমস্যার সৃষ্টি করলে? তোমরা সব তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর লোকজনেরা সমস্যা সৃষ্টি করলে, আর এখন সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করছ – এটা আরেকটা সমস্যা। কারণ তোমরা সেই চতুর্থ শ্রেণীর লোকগুলোই তা করছ। তোমরা কিভাবে এর সমাধান করবে? তোমরাই তো এই সমস্যার সৃষ্টি করেছ?"
৭৫০৫১৭ - কথোপকথন - পার্থ্‌