BN/760621 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টরোন্টো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
শ্রীল প্রভুপাদঃ জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানের ধামে ফিরে যাওয়া। যদি জীব ভগবদ্ধামে ফিরে যেতে না পারে, তাহলে এখানেই থেকে যাবে, গাছ হয়ে থাকবে। পাঁচ হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকো। স্থাবরা লক্ষ বিংশতি (পদ্মপুরাণ)। তোমাকে কুড়ি লক্ষ প্রজাতির মধ্য দিয়ে যেতে হবে। আর একেকটি প্রজাতিতে কয়েক হাজার বছর। তাহলে এই রকম কুড়ি লক্ষ যোনি কত বছর হয়? কুড়ি লক্ষ প্রজাতির শাকসবজি যোনি, আর ধর প্রতিটি যোনিতে যদি তোমাকে একশ বছর করেও যেতে হয়, তাহলে?
পুষ্ট কৃষ্ণঃ কুড়ি কোটি বছর।
শ্রীল প্রভুপাদঃ কেবল উদ্ভিদ যোনিতেই কুড়ি কোটি বছর। তারপর তোমাকে কৃমি যোনির মধ্য দিয়ে যেতে হবে, সেটিও এগার লক্ষ বছর। এইভাবে যেতে যেতে তুমি আবার একবার মনুষ্য হবার সুযোগ পাবে, আর এই মূর্খগুলি সেই সুযোগ হেলায় নষ্ট করছে, চার চাকার কুকুর। কুকুরের চারটি পা রয়েছে, আর আমাদের চারটি চাকা রয়েছে, ব্যাস্‌। (হাসি)
৭৬০৬২১ - প্রাতঃ ভ্রমণ - টরোন্টো