BN/760703 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ওয়াশিংটন ডিসি

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বৈদিক মতবাদ অনুযায়ী পুরুষ এবং নারীর যৌন মিলনই জীবনের উৎস বা কারণ নয়। যদি না জীবাত্মা একটি উপযুক্ত পরিস্থিতির পর্যায়ে না আসে, পুরুষের নিঃসরণ ও নারীর নিঃসরণ একত্রিত হয়ে একটি নির্যাস বা জীবাত্মার আশ্রয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। জন্মনিরোধক প্রক্রিয়া মানে সেই নির্যাসকরণকে বিঘ্নিত করা। এর ফলে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে না, তাই গর্ভাধারণ ঘটে না; অথবা অসম্পূর্ণ নির্গমন ঘটে। মূল বিষয়টি হচ্ছে সেই দুটি নিঃসরণের দ্বারা জীবাত্মার আগমণ ও আশ্রয়ের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তারপর এটি বৃদ্ধি পেতে থাকে। এর মানে এই নয় যে এটিই জীবনের কারণ। সেটি একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে এবং সেখানে জীবনের আগমণ ঘটে। যদি পরিবেশটি অনুকূল না হয়, তবে আত্মা জীবাত্মা সেখানে থাকতে পারে না। তাকে অন্য কোথাও যেতে হবে। তাই শ্রীকৃষ্ণের নির্দেশে সেই আত্মার সেখানে আশ্রয় গ্রহণ করার কথা ছিল কিন্তু সেই নারী এবং পুরুষটি সেই আত্মার আগমনকে বাধা দিয়েছে।তাই সেটি পাপপূর্ণ; তার জন্য শাস্তি পেতে হবে।"
৭৬০৭০৩ - কথোপকথন 'খ' - ওয়াশিংটন ডি.সি