BN/760822b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হায়দ্রাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"হয় তুমি তোমার কার্যকলাপ নয়তো মন বা তোমার বাক্যকে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত কর। অথবা তিনটি থেকে কমপক্ষে দুটি, কিংবা কমপক্ষে একটি। তাহলেই তোমার জীবন সার্থক। শ্রীকৃষ্ণ এতোই করুণাময় যে এই সরল কাজগুলো করতে এমন কিছুই লাগে না... শ্রীকৃষ্ণকে বুঝতে বা কৃষ্ণভাবনামৃতে অগ্রগতি সাধন করতে কারোরই খুব উচ্চশিক্ষার প্রয়োজন হয় না, খুবই সরল ব্যাপার। মন্মনা ভব মদ্ভক্ত মদ্‌যাজী মাম্‌ নমস্কুরু (ভগবদগীতা ১৮/৬৫)। এই হচ্ছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। তুমি প্রতিদিন তাঁকে দেখ এবং তাঁর কথা চিন্তা কর। এটি খুবই সহজ। যেই মুহূর্তে তুমি বিগ্রহ দেখার অভ্যাস করে ফেলবে, সেই রূপটি তোমার মনে গেঁথে যাবে। সুতরাং তুমি শ্রীকৃষ্ণকে ভাবতে পার, মন্মনা। আর যেহেতু তুমি প্রতিদিন মন্দিরে আস আর শ্রীকৃষ্ণকে দর্শন কর, রোজদিনকার অনুষ্ঠানে অংশগ্রহণ কর, এভাবে তুমি ভক্তও হয়ে যেতে পারবে, মন্মনা ভব মদ্ভক্ত। মদ্‌যাজী, তুমি শ্রীকৃষ্ণের পূজা কর। তোমার যা কিছুই রয়েছে না কেন, পত্রম্‌ পুষ্পম্‌ ফলম্‌ তোয়ম্‌ (ভগবদগীতা ৯/২৬), সেগুলো কেবল তাঁকে নিবেদন করতে চেষ্টা কর। আর শেষে তাঁকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন কর। তাহলেই তুমি পূর্ণতা লাভ করতে পারবে। তোমার নিজালয়ে, ভগবদ্ধামে ফিরে যেতে তুমি যোগ্য হয়ে যাবে। অত্যন্ত সরল ব্যাপার।"
৭৬০৮২২ - দীক্ষা প্রবচন - হায়দ্রাবাদ