BN/Prabhupada 0791 - ভগবানকে কেবল প্রেম ও সেবার দ্বারা সন্তুষ্ট করা যায়



Lecture on SB 7.9.11 -- Montreal, August 17, 1968

পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে কোন জড় ঐশ্বর্য অথবা বার গুণসম্পন্ন ব্রাহ্মণ কেবল সেইসব দিয়েই ভগবানকে প্রীত করতে পারে না। কেবল ভক্তি ও প্রেমময়ী সেবার দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করা যায় কেন? তাঁর কি এসব নেই?...। তাহলে কেন এতো ঐশ্বর্য দিয়ে, এতো খরচ করে এতো এতো মন্দির বা গির্জা বানানো হচ্ছে? এগুলো কি ভগবানকে সন্তুষ্ট করে না? কেন এতো টাকা খরচ করা হচ্ছে? আধুনিক অর্থনীতিবিদেরা বলবে এতো এতো ফালতু বিনিয়োগ করা হচ্ছে কারণ তুমি যদি বড় বড় মন্দির বানাও... ঠিক যেমন ভারতে আমাদের অনেক মন্দির আছে বিশেষ করে দক্ষিণ ভারতে প্রতিটা মন্দির একটা বিশাল দুর্গের মতো রঙ্গনাথক্ষেত্রে একটি মন্দির আছে , কয়েক কিলোমিটার দীর্ঘ জায়গা নিয়ে সাতটি প্রবেশদ্বার আছে। অএঙ্ক বিশাল মন্দির। আরও অনেক মন্দির আছে তেমনই তোমাদের দেশে অনেক সুন্দর সুন্দর গির্জা আছে আমি আমেরিকার সব জায়গায় ঘুরেছি এবং অনেক বিশাল বিশাল গির্জা দেখেছি এই মন্ট্রিয়লেও অনেক বড় বড় গির্জা আছে কেন ওরা এতো টাকা খরচা খরছে যদিও আধুনিক অর্থনীতিবিদেরা বলবে এসব অকারণে খরচ হচ্ছে?

তাই এই গির্জা নির্মাণ, মন্দির নির্মাণ বা মসজিদ নির্মাণ এসব কালাতীত সময় ধরেই চলে আসছে মানুষ তাদের কষ্টোপার্জিত ধন সম্পদ ব্যবহার করছে কেন? অকারণে? ফালতু? না। ওরা জানে না। ওরা জানেই না এসব কিছু কতোটা অর্থপূর্ণ। তাই নাস্তিক সভ্যতায় তারা এমন সুরম্য (ধর্ম) স্থান বানানো বন্ধ করে দিয়েছে ... বৃন্দাবনে গোবিন্দজী মন্দির ছিল সাত তলা ভবন এর চার তলা রাজনৈতিক কারণে ঔরঙ্গজেব ভেঙ্গে ফেলেছিল এখনও তিনতলা ভবনটি আছে যদি কেউ ওখানে যায় দেখতে পাবে কি অপূর্ব শৈল্পিক কারুকার্য রয়েছে ওতে। এর মানে কি সেই সব মহান মহান রাজা বা ধনী লোকেরা সব মূর্খ ছিল? কেবল বর্তমানে আমরাই শুধু বুদ্ধিমান? না। তারা মূর্খ ছিলেন না। সেটি প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় প্রতিপন্ন করা হয়েছে নৈবাত্মানঃ প্রভুরয়ম্‌ নিজলাভপূর্ণ (SB 7.9.11) তুমি একটি সুন্দর নির্মাণ করেই কেবল ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু তবু তিনি সন্তুষ্ট । তথাপি তিনি সন্তুষ্ট। তিনি নিজলাভপূর্ণ। তিনি নিজের মধ্যেই সম্পূর্ণ রূপে সন্তুষ্ট কারণ তাঁর আর কিছুই অভাব নেই আমাদের অভাব আছে। যেমন ধর, আমি একটি ছোট এপার্টমেন্ট ভাড়ায় থাকি কেউ যদি আমাকে বলে, "স্বামিজি,আসুন, আপনার জন্য একটি রাজকীয় মন্দির বানিয়ে দিচ্ছি, আপনি এখানে থাকুন"। ওহ্‌ আমি খুবই ধন্য হব। কিন্তু ভগবান বা শ্রীকৃষ্ণ কি সেই রকম? তিনি অনেক সুন্দর সুন্দর গ্রহ বানাতে পারেন। একটা দুটো নয়। লক্ষ কোটি অনেক অনেক সুন্দর সাগর, পর্বত, পর্বতমালা, বন-বনানী এবং অসংখ্য জীব সমন্বিত। তাহলে কেন তিনি আমার দ্বারা নির্মিত একটা মন্দিরের লোভে থাকবেন? না। সেটি বাস্তবতা নয়।